বিশ্বে শ্রমিকদের নিরাপত্তাহীনতা বাড়ছে : আইএলও


প্রকাশিত: ০৪:৩৮ এএম, ২৬ নভেম্বর ২০১৬

বিশ্বের উন্নয়নশীল ও শিল্পোন্নত দেশগুলো মানসম্পন্ন কর্মসংস্থানের চেয়ে নন স্ট্যান্ডার্ড কর্মসংস্থানের দিকে যাচ্ছে। এর ফলে মজুরিভিত্তিক কর্মসংস্থানে খণ্ডকালীন নিয়োগ বৃদ্ধি পাচ্ছে। এ কারণে শ্রমিকদের নিরাপত্তাহীনতা বাড়ছে।  

চলতি মাসে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রকাশিত বিশ্বব্যাপী নন স্ট্যান্ডার্ড কর্মসংস্থান সম্পর্কিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ১৫০টিরও বেশি দেশে নিবন্ধিত বেসরকারি প্রতিষ্ঠানে গড়ে ১১ শতাংশ কর্মসংস্থান অস্থায়ী। জর্ডান, লাটভিয়া, নরওয়ে ও সিয়েরা লিওনে অস্থায়ী কর্মসংস্থান ৫ শতাংশের কম। এছাড়া বিশ্বব্যাপী মোট মজুরিভিত্তিক কর্মসংস্থানে নারীর সংখ্যা ৪০ শতাংশের কম। তবে খণ্ডকালীন কাজে নারীর উপস্থিতি ৫৭ শতাংশ।

প্রতিবেদনে আরো বলা হয়, শিল্পোন্নত দেশে খণ্ডকালীন কাজের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো এখন শ্রমিকদের সঙ্গে খণ্ডকালীন চুক্তির দিকে যাচ্ছেন। অনেক সময় প্রতিষ্ঠানগুলো শূন্য ঘণ্টা বা এক ঘণ্টা কাজেরও নিশ্চয়তা দিচ্ছে না। অনিয়মিত ও খণ্ডকালীন কর্মসংস্থানের কারণে শ্রমিকেরা নিরাপত্তাহীনতায় ভোগেন।

আইএলও’র প্রতিবেদনে আরো বলা হয়, গত ১০০ বছরে বিশ্বে বিভিন্নভাবে সামাজিক ও অর্থনৈতিক উন্নতি হয়েছে। কাজের ক্ষেত্র পরিবর্তন হয়েছে কিন্তু শ্রমিকরা এখনো কর্মক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।