ডে কেয়ার সেন্টারে ১০ মাসের শিশুকে মারধর
দুধের শিশুটিকে যেন সে কোনো খেলনার পুতুল ভেবেছিল। এতটুকু একটা বাচ্চাকে বার বার ছুড়ে ফেলছিল মেঝেতে। এমন ঘটনা ঘটেছে ভারতের একটি ডে কেয়ার সেন্টারে। সেখানকার এক নারী ১০ মাস বয়সী এক শিশুকে কংক্রিটের মেঝেয় পা ধরে উল্টো করে ছুড়ে ফেলে দেয়। তার পর একের পর এক চড় মারতে থাকে আর মেঝেতে ছুড়ে ফেলে।
ঠিকমতে কথাও বলতে শেখেনি শিশুটি। যন্ত্রণায় শুধু কাতরাচ্ছিল আর ভয়ে গুটিয়ে গিয়েছিল সে। মুম্বাইয়ের খারগড়ের একটি বেসরকারি ডে কেয়ার সেন্টারের সিসিটিভি ফুটেজে শিশুটিকে মারধর করার দৃশ্য দেখে হকচকিয়ে গেছে শিশুটির পরিবার। ওই ঘটনায় অভিযুক্ত আফসানা শেখ এবং ডে কেয়ার সেন্টারের মালিক প্রিয়াঙ্কা নিকমকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রতিদিনের মতোই সোমবারও সন্তানের যথাযথ দেখভালের জন্য ডে কেয়ার সেন্টারে রেখে গিয়েছিলেন চাকরীজীবি মা রুচিতা। সন্ধ্যায় অফিস থেকে বেরিয়ে তিনি সন্তানকে নিতে যান। তখনই শিশুটির চোখের নিচে কালো দাগ দেখে সন্দেহ হয় তার। শিশুটির দায়িত্বে থাকা আফসানার কাছে জানতে চাওয়া হলে আফসানা তাকে জানিয়েছিল, খেলতে গিয়ে পড়ে গিয়ে ব্যাথা পেয়েছে সে।
আফসানার কথা বিশ্বাস না হওয়ায় পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। পরে ডে কেয়ার সেন্টারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর জানা যায় ওই দিন শিশুটির সঙ্গে কি অমানবিক কাণ্ডটাই না ঘটানো হয়েছে।
টিটিএন/এমএস