নালন্দা বিশ্ববিদ্যালয় আচার্যের পদত্যাগ


প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ২৫ নভেম্বর ২০১৬

বিশ্বের সবচেয়ে প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য জর্জ ইয়ু পদত্যাগ করেছেন।  তিনি শুক্রবার তার পদ থেকে পদত্যাগ করেন। জর্জ ইয়ু এর আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ভারতের কেন্দ্র তার সঙ্গে কথা না বলে বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বোর্ড বাতিল করে দেয়ার প্রতিবাদে তিনি পদত্যাগ করেন। খবর: দ্যা হিন্দু।

ওই গভর্নিং বোর্ডে অর্থনীতিতে নোবেল জয়ী অধ্যাপক ড. অমর্ত সেন, চিত্র বোস, লর্ড মেঘনাদ দেশাই সদস্য ছিলেন। প্রাচীন এ বিশ্ববিদ্যালয়টি ৮০০ বছর আছে বন্ধ হয়ে যায়। এর পর ২০১০ সালে বিশ্ববিদ্যালয়টি চালু করতে আইন করা হয়। যে আইনটি ২০১০ সালের ২৫ নভেম্বর কার্যকর হয়। আর সেই ২৫ নভেম্বরেই বিশ্ববিদ্যালয়টির বর্তমান আচার্য পদত্যাগ করলেন।

জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।