বিড়ালের মৃত্যুতে চিকিৎসকের বিরুদ্ধে ২.৫ কোটি টাকা মামলা
অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল ২ মাসের একটি বিড়াল ছানাকে। কিন্তু চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার বদলে মৃত্যু হলো আদরের পোষা প্রাণিটির। তার আকস্মিক মৃত্যুতে মনিব এতটাই ক্ষুব্ধ হলেন যে, তার বিড়ালের চিকিৎসার দায়িত্বে থাকা এক পাকিস্তানি চিকিৎসকের বিরুদ্ধে আড়াই কোটি টাকার মামলা দায়ের করে বসলেন তিনি।
টাকা না দিলে ওই চিকিৎসককে জেল খাটানোরও হুমকি দিয়েছেন বিড়াল ছানাটির মালিক। পাকিস্তানের ইসলামাবাদে ডঃ ফয়জাল খানের ক্লিনিকে নিজের অসুস্থ বিড়ালটিকে ভর্তি করিয়েছিলেন ওই আইনজীবী। প্রায়ই ওই ক্লিনিকে বিড়াল ছানার চেক-আপ করাতেন তিনি।
সুস্থ হয়ে যেদিন বিড়াল ছানাটির বাড়ি ফেরার কথা ছিল সেদিনই তার হঠাৎ মৃত্যু হয়। এরপরই চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করে বসেন বিড়ালের মনিব। আদালতে তিনি বিড়াল ছানাটির ময়নাতদন্তের রিপোর্টও জমা দিয়েছেন। এর ভিত্তিতে চিকিৎসকের জবাব তলব করেছেন আদালত।
টিটিএন/এমএস