সিন্ধু নদের পানি পাকিস্তান পাবে না : মোদি


প্রকাশিত: ১১:১৪ এএম, ২৫ নভেম্বর ২০১৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঞ্জাবের ভাতিন্ডায় এইমসের জাতীয় সভার বক্তব্যে বলেছেন, সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে পাকিস্তান বুঝে গেছে ভারতের ক্ষমতা কতটুকু। পুরো ভাষণেই সার্জিক্যাল স্ট্রাইক ও ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে কথা বলেছেন মোদি।

মোদি জানিয়েছেন, সার্জিক্যাল স্ট্রাইক দিয়েই ভারত নিজেদের ক্ষমতা বুঝিয়ে দিয়েছে। তাই ভারতে হামলা চালানোর আগে পাকিস্তানি জঙ্গিরা দু’বার ভাববে।

ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি বন্টন চুক্তি নিয়েও কড়া মনোভাব দেখিয়েছেন মোদি। তিনি বলেছেন, ভারতের নদীর পানি ভারতেই থাকবে। প্রথমত পাঞ্জাব ও কাশ্মিরের কৃষকরা এই নদীর পানি ব্যবহার করবেন। তারপর সারা দেশের লোক পাবেন এই পানি।

নিজের দেশের কৃষকদের বঞ্চিত করে অন্যদেশে পানি দেয়া হবে না বলেও জানিয়েছেন মোদি। আর সিন্ধু তো ভারতেরই, ভারতের পানি পাকিস্তানকে দেওয়া হবে কেন? এমন প্রশ্নও তুলেছেন মোদি।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।