ইরানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৫


প্রকাশিত: ১০:৫৮ এএম, ২৫ নভেম্বর ২০১৬

ইরানে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বহু মানুষ। শুক্রবার সকালে দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ মেসনানে ওই দুর্ঘটনা ঘটেছে।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছে স্থানীয় গণমাধ্যমগুলো। খবর রয়টার্সের।

ইরানের রেড ক্রিসেন্টের প্রধান আলি আসগর আহমাদি আধা সরকারি সংবাদ মাধ্যম মেহেরকে জানিয়েছেন, যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত এবং আরো ২০ জন আহত হয়েছে।

এদিকে, ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, দুর্ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। তাদের আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

দুর্ঘটনার পর ১শ’ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার সময় ট্রেন দু’টিতে মোট কতজন যাত্রী ছিল তা জানা যায়নি।  

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।