মেক্সিকোর গণকবর থেকে মরদেহ-মাথার খুলি উদ্ধার


প্রকাশিত: ১০:৩২ এএম, ২৫ নভেম্বর ২০১৬

মেক্সিকোতে একটি গণকবর থেকে ৩২টি মরদেহ এবং নয়টি মাথার খুলি উদ্ধার করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি মাদক সাম্রাজ্য থেকে ওই মরদেহ এবং মাথার খুলিগুলো উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির।

তদন্তকারীরা জানিয়েছেন, জিতলালার কাছে একটি পাহাড়ের কাছে একটি গণকবর থেকে ৩১টি পুরুষ এবং একটি নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে বিভিন্ন মাদক সংগঠনগুলোর মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে।

এক নিরাপত্তা মুখপাত্র জানিয়েছেন, গণকবর থেকে এতগুলো মরদেহ উদ্ধারের ঘটনা সত্যিই খুব বেদনাদায়ক। ওই এলাকায় আরো কোনো গণকবরের অস্তিত্ব রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজে দেখছেন। ওই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।