আফগানিস্তানে তুষারধসে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

আফগানিস্তানের পূর্বাঞ্চলে তুষারধসে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় পাঞ্জসির উপত্যকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পাঞ্জসির এলাকায় কমপক্ষে ৬০টি বাড়িঘর ধ্বংস হয়েছে। খবর আলজাজিরা।

পাঞ্জসিরের ভারপ্রাপ্ত গভর্নর আবদুল রহমান কাবেরি হতাহতের ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, তুষারধসের ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে দুর্ঘটনার পরই ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।