ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ


প্রকাশিত: ০৬:১৯ এএম, ২৫ নভেম্বর ২০১৬

ব্রাজিলের প্রেসিডেন্ট মিচেল তেমেরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এক মন্ত্রীকে দুর্নীতি করার জন্য বার বার চাপ দিচ্ছিলেন তেমের। ওই মন্ত্রীই তার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন। খবর বিবিসির।

সাবেক সংস্কৃতিমন্ত্রী মারসেলো কালেরো বলেছেন, অন্য মন্ত্রীদের ব্যক্তিগত ব্যবসায়িক চুক্তিতে তাকে সাহায্য করার জন্য বলেছিলেন তেমের।

মারসেলো জানিয়েছেন, ঐতিহাসিক স্লাভাদোর জেলার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট নির্মাণে তাকে অনুমোদন দেয়ার জন্য বলা হয়েছিল।

গত সপ্তাহে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন মারসেলো। এর আগেই তিনি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট নির্মাণের পরিকল্পনা স্থগিত করে দেন।

তবে নিজের বিরুদ্ধে আসা সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট তেমের।

টিটিএন/এনএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।