ইসরায়েলে দাবানল : বাড়ি ছাড়ছে হাজারো মানুষ


প্রকাশিত: ০৫:৪৯ এএম, ২৫ নভেম্বর ২০১৬

ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে দাবানল ছড়িয়ে পড়ায় প্রায় ৮০ হাজার মানুষকে নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ ধরনের নির্দেশের পর হাজার হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাচ্ছে। খবর বিবিসির।

জেরুজালেম এবং পশ্চিম তীরেও দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলের পুলিশ প্রধান জানিয়েছেন, তাদের ধারণা, অনেক স্থানে ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, এ ধরনের যে কোনো ঘটনা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে।

হারিতজ পত্রিকাকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘যে কোনো অগ্নিকাণ্ডের ঘটনাই অগ্নিসংযোগ বা উসকানিমূলক অগ্নিসংযোগ হলে আমরা সেটা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবেই প্রতিহত করবো। যে-ই ইসরায়েলের কোনো একটা অংশ পোড়ানোর চেষ্টা করবে, তাকেই কঠোর শাস্তি দেয়া হবে।’

টিটিএন/এনএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।