ফিলিস্তিনে জাবা মসজিদে আগুন


প্রকাশিত: ১১:১৬ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

ফিলিস্তিনের পশ্চিমতীরে জাবা মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় হামলার কথা লিখে যায়। বুধবার বার্তা সংস্থা এপি এ খবর দিয়েছে।

বেথেলহেম অঞ্চলের গভর্নর জিবরান আল-বাকরি বলেন, বেথেলহেমের কাছে জাবা গ্রামের একটি মসজিদে ভোরে আগুন দেওয়া হয়। এতে মসজিদের দেয়াল ও মেঝে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলী টেলিভিশনে দেখা গেছে, মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় লেখা রয়েছে ‘আমরা ইহুদিবাদের উত্তরণ চাই’ ও ‘প্রতিশোধ’। ইসরায়েলী সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত শুরু হয়েছে।

ইসরায়েলের উগ্রবাদী ইহুদিরা প্রায়ই মসজিদ, চার্চ, ফিলিস্তিনী যানবাহন ও ইসরায়েলী মধ্যপন্থি দলগুলোর ওপর হামলা চালিয়ে থাকে।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।