চীনে বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৭


প্রকাশিত: ০২:৩১ পিএম, ২৪ নভেম্বর ২০১৬

চীনের পূর্বাঞ্চলের জিয়াংজি প্রদেশে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের কুলিং টাওয়ার ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাড়িয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জিয়াংজি প্রদেশের ফেংচেং এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রে ওই দুর্ঘটনা ঘটেছে। ওই বিদ্যুৎকেন্দ্রের নির্মাণাধীন কুলিং টাওয়ার ধসে পড়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে আরো একজন। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। জিয়াংজি প্রদেশের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩২টি গাড়ি  ও ২১২ সেনা মোতায়েন করা রয়েছে।

চীনের শিল্পাঞ্চলগুলোতে প্রাণঘাতী দুর্ঘটনা মাঝে মাঝেই ঘটে। দেশটির তিন দশকের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে ছোট-বড় দুর্ঘটনা সব সময় লেগে আছে। গত বছর দেশটির তিয়ানজিনে এক রাসায়নিক বিস্ফোরণে ১৭০ জনের প্রাণহানি ঘটে।

চীনের দৈনিক জিয়াংজি ডেইলি বলছে, নির্মাণাধীন এক হাজার মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রে ২৬৮ মিটারের দুটি কুলিং টাওয়ার নির্মাণ করা হচ্ছে। এতে ৭ দশমিক ৬৭ বিলিয়ন ইউয়ান ব্যয় হবে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।