রিজার্ভ চুরি : কাঠগড়ায় উঠছেন ছয় ফিলিপিনো

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫ এএম, ২৪ নভেম্বর ২০১৬

বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের চুরি যাওয়া অর্থ পাচার ঠেকাতে ব্যর্থ হওয়ায় ফিলিপাইনের ছয় ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রক্রিয়া শুরু হয়েছে। ম্যানিলার অ্যান্টি মানি লন্ডারিং কমিশন (এএমএলসি) ওই ছয় কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনেছে। বৃহস্পতিবার ফিলিপাইনের সংবাদমাধ্যম এবিএস-সিবিএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার অর্থ হাতিয়ে নেয় হ্যাকাররা। পরে ওই অর্থ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের চারটি অ্যাকাউন্টে জমা হয়। সেখান থেকে ওই অর্থ হ্যাকাররা ম্যানিলার কয়েকটি ক্যাসিনোতে ব্যবহার করে। গত আগস্টে এই ব্যাংকটিকে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার জরিমানা করে ফিলিপাইন।

ম্যানিলার অ্যান্টি মানি লন্ডারিং কমিশন (এএমএলসি) বলছে, ওই সময় আরসিবিসির খুচরা ব্যাংকিং বিভাগের প্রধানের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছিল। এর মধ্যে ব্যাংকের জাতীয় বিক্রয় পরিচালক ও অন্য চার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল এএমএলসি।

এএমএলসি আরো বলছে, ব্যাংকটির চারটি অ্যাকাউন্টে ওই কর্মকর্তারা অর্থ সন্দেহজনক লেনদেন করেছেন। এসব অ্যাকাউন্টের বিষয়ে বিস্তারিত ও প্রয়োজনীয় অনুসন্ধান ছাড়াই অর্থ লেনদেন করেছেন। এ ছাড়া অর্থের উৎস সম্পর্কে জানতেও তারা কোনো ধরনের মনোভাব দেখাননি।  

তবে এএমএলসির দেয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে ওই ছয় কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হবে কিনা সে বিষয়ে বিচার বিভাগের আইনজীবীরা সিদ্ধান্ত নেবেন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।