চীনে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনায় নিহত ৪০


প্রকাশিত: ০৫:৪৫ এএম, ২৪ নভেম্বর ২০১৬

চীনের পূর্বাঞ্চলের জিয়াংজি প্রদেশে নির্মাণাধীন একটি বিদ্যুৎকেন্দ্রের কুলিং টাওয়ার ধসে অন্তত ৪০ জন নিহত হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তুপের নিচে আরো অনেকেই আটকা পড়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ অ্যাজেন্সি এক প্রতিবেদনে বলছে, জিয়াংজি প্রদেশের ফেংচেং এর ওই দুর্ঘটনা বৃহস্পতিবার সকালে ঘটেছে। ঘটনাস্থলে উদ্ধার কর্মীরা পৌঁছেছেন।

ধ্বংসস্তুপের নিচে অজ্ঞাতসংখ্যক লোক আটকে পড়ায় দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কাপ্রকাশ করা হয়েছে। এদিকে, দুর্ঘটনায় আহত অন্তত ৫ জনকে উদ্ধারের পর হাসপাতালে নেয়া হয়েছে।

চীনের শিল্পাঞ্চলগুলোতে প্রাণঘাতী দুর্ঘটনা মাঝে মাঝেই ঘটে। দেশটির তিন দশকের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে ছোট-বড় দুর্ঘটনা সব সময় লেগে আছে। গত বছর দেশটির তিয়ানজিনে এক রাসায়নিক বিস্ফোরণে ১৭০ জনের প্রাণহানি ঘটে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।