বুলেটপ্রুফ বাথরুম বানালেন মন্ত্রী


প্রকাশিত: ০২:৫৬ এএম, ২৪ নভেম্বর ২০১৬

ভারতের তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের নিরাপত্তায় রয়েছে ভারি অস্ত্রে সজ্জিত নিরাপত্তারক্ষী, রয়েছে ‘মাইন-প্রুফ’ গাড়ি, তার বাসভবনের নিরাপত্তা যে কোনো দুর্গের মতো। কিন্তু তাতেও তিনি সন্তুষ্ট নন। এবার তিনি বানিয়ে ফেলেছেন বুলেটপ্রুফ বাথরুম।

তেলেঙ্গানার বেগমপেটে রাজপ্রাসাদের মতো নতুন যে বাড়িটি তিনি বানিয়েছেন, সেখানেই তৈরি করা হয়েছে এই বুলেটপ্রুফ বাথরুম। তার নতুন এই বাড়িটি এক লাখ স্কয়ার ফুটের। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এছাড়া বাড়ির প্রত্যেকটি জানালায় লাগানো হয়েছে বুলেটপ্রুফ কাচ। বৃহস্পতিবার নতুন এই বাড়িতে ওঠার কথা রয়েছে মন্ত্রী ও তার পরিবারের। মন্ত্রীর যতো পরিচিত মানুষই হোক না কেন- এই বাড়িতে ঢুকতে হলে ঘড়ি বা অন্য কোনো ধাতব যাবতীয় কিছু তার কাছে থাকলে- তা বাইরে রেখে আসতে হবে।

এনএফ/এনএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।