ওবামাকে ভালো লেগেছে ট্রাম্পের


প্রকাশিত: ০৭:৩৪ এএম, ২৩ নভেম্বর ২০১৬

নির্বাচনী প্রচারণায় ওবামা সম্পর্কে অনেক আজেবাজে মন্তব্য করেছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এলে হিলারি ক্লিনটনকে জেলে পাঠাবেন- এমন বাজে মন্তব্যও শোনা গেছে তার মুখে।

তবে নির্বাচনে জয়ী হওয়ার পর অনেক বিষয়েই ট্রাম্পের মত পাল্টেছে। নতুন করে তিনি ঘোষণা দিয়েছেন, হিলারিকে তার আর কষ্ট দেয়ার ইচ্ছা নেই। ই-মেইল বিতর্ক নিয়ে হিলারিকে জেলে পাঠানোর চেয়েও আরো গুরুত্বপূর্ণ কাজ আছে তার।

ওবামা সম্পর্কেও বেশ নরম কণ্ঠ শোনা গেছে। এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘ওবামাকে ভালো লাগবে কিনা, নিশ্চিত ছিলাম না। বরং মনে হতো, তাকে ভালো লাগবে না। কিন্তু তার সঙ্গে কথা বলে বেশ ভালো লেগেছে।’ নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট।

টিটিএন/এনএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।