জাকির নায়েকের সংস্থা থেকে বৃত্তি পেয়েছিল আইএস জঙ্গি


প্রকাশিত: ০৫:২৩ এএম, ২৩ নভেম্বর ২০১৬

ভারতের ইসলামি বক্তা, লেখক এবং গবেষক জাকির নায়েকের বিরুদ্ধে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে এনআইএ। গত ১৯ নভেম্বর নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ১০টি কার্যালয়সহ মোট ২০টি স্থানে তল্লাশি চালিয়েছে পুলিশ। সেখান থেকে বেশ কিছু সিডি এবং অন্যান্য তথ্য সংগ্রহ করা হয়েছে।

এনআইএ’র কর্মকর্তারা জানিয়েছেন, আবু আনাস নামে এক ব্যক্তিকে আইএসআইএস হিসেবে সন্দেহ করা হচ্ছে। ওই ব্যক্তি জাকির নায়েকের স্বেচ্ছাসেবী সংস্থা থেকে বৃত্তি পেয়েছিল।

২০১৫ সালের অক্টোবরে আবু আনাসকে প্রায় ৮০ হাজার টাকার বৃত্তি দেয়া হয়েছিল। এ বছরের জানুয়ারিতে সিরিয়ায় আইএসে যোগ দিতে যাওয়ার সময় আবু আনাসকে গ্রেফতার করা হয়।

টিটিএন/এনএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।