নতুন চুক্তির পথে কলম্বিয়া


প্রকাশিত: ০৪:০৩ এএম, ২৩ নভেম্বর ২০১৬

খুব শিগগিরই শান্তি চুক্তি হবে কলম্বিয়া সরকার এবং বিদ্রোহী ফার্ক গোষ্ঠীর মধ্যে। কলম্বিয়া সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, গত মাসে একটি গণভোটে ফার্কের সঙ্গে শান্তি চুক্তি বাতিল হয়েছে। তাই নতুন একটি শান্তি চুক্তি নিয়ে ভাবছে তারা। খবর বিবিসির।  

নতুন সংশোধিত চুক্তিটি অনুমোদনের জন্য কংগ্রেসে উপস্থাপন করা হবে। এবারের এই চুক্তির পক্ষে গণভোট গ্রহণ করা হবে না।

এদিকে, বিরোধী দল বলছে, বিদ্রোহীরা মানবাধিকার লঙ্ঘন করায় তাদের যে শাস্তি হওয়ার কথা ছিল নতুন এই চুক্তির ফলে তারা পার পেয়ে যাচ্ছে। তাদের সব ধরনের শাস্তি থেকে দূরে রাখা হচ্ছে।

৫০ বছরের দীর্ঘ সময়ের গৃহযুদ্ধ বন্ধ করাই এই চুক্তির লক্ষ্য। পাঁচ দশকের বেশি সময় ধরে দুই লাখ ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী হুয়ান ম্যানুয়েল সান্তোস জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে বলেন, ‘আমাদের ইতিহাসে গত অর্ধ শতাব্দী ধরে কয়েক লাখ কলম্বিয়ান নির্যাতিত ও নিহত হয়েছে। আমাদের এই বেদনাদায়ক অধ্যায় শেষ করার এটাই সুবর্ণ সুযোগ।’

টিটিএন/এনএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।