নাশিদ গ্রেফতারে যুক্তরাষ্ট্র ভারতের উদ্বেগ


প্রকাশিত: ০২:২২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে গ্রেফতার ও কাঠগড়ায় দাঁড় করানোয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক ক্ষমতাধর দেশ ভারত। দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রনালয় এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকল পক্ষকে শান্ত থাকার এবং মালদ্বীপের সাংবিধানিক ও আইনগত কাঠামোর আওতায় তাদের মতপার্থক্য দূর করার আহবান জানিয়েছে।

এছাড়া মার্কিন পররাষ্ট্র দফতরের নারী মুখপাত্র জেন সাকি জানান, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারি পররাষ্ট্র মন্ত্রী নিশা বিসওয়াল নাশিদকে গ্রেফতার করায় উদ্বেগ প্রকাশ করেন।

তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকার পূরণে পদক্ষেপ নিতে মালদ্বীপ সরকারের প্রতি আহ্বান জানান।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।