নাইজেরিয়ায় আত্মঘাতি হামলায় নিহত ১৩


প্রকাশিত: ০১:৫৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

নাইজেরিয়ায় আত্মঘাতি হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির পটিসকাম শহরে একটি বাস স্টেশনে এ হামলা হয়। খবর বিবিসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ১৮ আসনের বাসটি পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিল। বাসটি সব আসন পূর্ণ হলেই তারা এ বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে আশপাশে থাকা বাসেরও ক্ষতি হয়। তবে তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি। ধারনা করা হচ্ছে, দেশটির বিদ্রোহী সংগঠন বোকো হারাম এ হামলায় জড়িত।

প্রসঙ্গত, নাইজার, ক্যামেরুন ও চাদ সীমান্তে নাইজেরিয়ার বেশ কিছু এলাকার দখল নিয়ে শরীয়া আইন কায়েমের ঘোষণা দিয়েছে বোকো হারাম। দেশটিতে ইসলামী আইন বাস্তবায়নের দাবিতে ২০০৫ সাল থেকে সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে সংগঠনটি।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।