চীনে ৫৬ গাড়ির মধ্যে সংঘর্ষে নিহত ১৭


প্রকাশিত: ০৯:২৭ এএম, ২২ নভেম্বর ২০১৬

চীনে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে ৫৬টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৭ জন প্রাণ হারিয়েছে। খবর এএফপির।

সিনহুয়া নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, বরফ এবং বৃষ্টির কারণে উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশে বেশ কিছু গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবারের ওই দুর্ঘটনার ছবি প্রকাশের পর দেখা গেছে রাস্তায় বেশ কিছু লরি উল্টে রয়েছে এবং কিছু গাড়িতে আগুন ধরে গেছে।  

ওই দুর্ঘটনায় কমপক্ষে ৩৭ জন আহত হয়েছে। তবে চিকিৎসার পর তারা এখন সুস্থ আছেন।

চীনে সড়ক দুর্ঘটনা খুবই স্বাভাবিক ঘটনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, শুধুমাত্র ২০১৩ সালেই ২ লাখ ৬০ হাজার মানুষ দেশটির সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।