বাজারে আসতে না আসতেই ২০০০ টাকার জাল নোট


প্রকাশিত: ০৭:২০ এএম, ২১ নভেম্বর ২০১৬

বাজারে এসেছে মাত্র কয়েক দিন হলো। আর এর মধ্যেই নতুন দুই হাজার টাকার নোট জাল হতে শুরু করেছে। কয়েক দিন আগে কর্নাটকে দুই হাজার টাকার জাল নোট পাওয়া গেছে। এবার কলকাতায়ও পাওয়া গেলো জাল নোট।

তবে যেভাবে এতো দিন ৫০০ ও হাজার টাকার নোট জাল করে বাজারে ছাড়ছিল চোরাকারবারীরা তেমনটা হয়নি। রোববার কলকাতায় দুই হাজার টাকার জাল নোট পাওয়া গেছে। সেটা আসলে সাদা কাগজে দুই হাজার টাকার নোটের রঙ করা হয়েছিল। ওই নোটকে আসল নোট বলে চালাতে চেয়েছিলেন এক ব্যক্তি। জামশেদপুরের বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে গত ১২ নভেম্বর কর্নাটকের চিকমাগালুরের বাজারে এক কৃষককে নকল দুই হাজার টাকার নোট দিয়ে চলে গিয়েছিলেন এক অজ্ঞাত যুবক। পরে ওই কৃষক বুঝতে পারেন নোটটি জাল। তিনি পুলিশকে বিষয়টি জানান। তবে ওই যুবককে আটক করা সম্ভব হয়নি।

টিটিএন/এনএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।