আবার বিচার শুরু আল-জাজিরার ২ সাংবাদিকের


প্রকাশিত: ০৮:১৫ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মিশরে আল-জাজিরার দুই সাংবাদিকের পুনর্বিচার শুরু হয়েছে।

কায়রোর এক আদালতে চলছে এ বিচার কার্যক্রম। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, জামিনে মুক্ত থাকা আল-জাজিরার দুই সাংবাদিক মোহাম্মেদ ফাহমি ও বাহের মোহামেদ আদালতে হাজির হয়েছেন। ৪`শ ১১ দিন কারাগারে বন্দি থাকার পর গত ১৩ ফেব্রুয়ারি জামিন পান তারা। এর আগে তাদের কারাদণ্ড বাতিল করে এক আদালত।

এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।