আইএস-এ যোগদান: ৬ ফরাসি নাগরিকের পাসপোর্ট জব্দ
সিরিয়ায় গিয়ে আইএস-এ যোগদান করতে পারে এমন সন্দেহে ৬ নাগরিকের পাসপোর্ট জব্দ করেছে ফ্রান্স সরকার।
সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গোয়েন্দা সূত্রে তারা জানতে পেরেছেন ওই ছয় ব্যক্তি জঙ্গিদের সঙ্গে যোগ দিতে সিরিয়ায় যাওয়ার পরিকল্পনা করছিল।
পাসপোর্টের পাশাপাশি তাদের জাতীয় পরিচয় পত্রও ছয় মাসের জন্য জব্দ করা হয়েছে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত নভেম্বর থেকে সন্ত্রাসবিরোধী নতুন আইনের আওতায় জঙ্গিবাদের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নিয়েছে প্যারিস।
এদিকে, আইএস`র বিরুদ্ধে লড়াই করতে পারস্য সাগরে একটি যুদ্ধবিমানবাহী জাহাজ পাঠিয়েছে ফ্রান্স। বাহরাইন উপকূল থেকে প্রায় ২শ` কিলোমিটার পথ পাড়ি দিয়েছে জাহাজটি।
এআরএস/আরআই