চ্যান্সেলর পদে চতুর্থবারের মতো লড়তে চান মেরকেল


প্রকাশিত: ০১:১৫ এএম, ২১ নভেম্বর ২০১৬

চতুর্থবারের মতো আগামী বছরের সাধারণ নির্বাচনে লড়তে চান জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। তিনি চতুর্থবারের মতো চ্যান্সেলরের পদে লড়বেন বলে তার দল কনজারভেটিভ ক্রিস্টান ডেমোক্র্যাটিক পার্টি (‌সিডিইউ)‌ জানিয়েছে।

বার্লিনে সিডিইউর নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠকের পর তিনি বলেছেন, তিনি কঠিনতম নির্বাচনী প্রচারণার প্রত্যাশা করছেন। একইসঙ্গে দেশটির মূল্যবোধ ও জীবনধারার জন্য লড়াইয়ের আহ্বান জানিয়েছেন মেরকেল।

ব্রেক্সিট-পরবর্তী পরিস্থিতিতে মধ্য-ডানপন্থী এই নেত্রীর দিকে তাকিয়ে রয়েছে পুরো ইউরোপ। তিনি দীর্ঘ ১১ বছর ধরে  ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির চ্যান্সেলর পদে রয়েছেন।

আগামী বছর দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জার্মানিতে মেরকেলের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। যদিও এর আগে জনমত জরিপে ধস দেখা যায়।

সূত্র : বিবিসি।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।