জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা শুরু


প্রকাশিত: ০২:২৭ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে একটি রাজনৈতিক ঐকমত্যে পৌঁছানোর কথা রয়েছে।

জেনেভায় সোমবার দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয়েছে। আলোচনায় অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ। এ ছাড়া প্রথমবারের মতো এ আলোচনায় অংশ নিচ্ছেন ইরানের পরমাণু বিষয়ক প্রধান আলী আকবর সালেহী ও যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী আর্নেস্ট মোনিজ। এর আগে রোববার উভয়পক্ষ অন্তত দুই ঘণ্টা বৈঠক করে।

ইরানের এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, উভয়পক্ষই অমীমাংসিত ইস্যুগুলো সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ। ওই কর্মকর্তা বলেন, ‘এখনো কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। আলোচকরা ঐকমত্যে পৌঁছাতে প্রাণপণ চেষ্টা করছেন।’

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি সেশনে প্রায় সব বিষয় নিয়েই আলোচনা হবে।

প্রসঙ্গত, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে বিশ্বের ছয় শক্তিধর রাষ্ট্র তথা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স ও জার্মানীর মধ্যে ১২ বছরের অচলাবস্থা কাটাতে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এ ব্যাপারে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আগামী ৩১ মার্চকে শেষ সীমা হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।