ভারতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে নিহত ৩০


প্রকাশিত: ০২:৪২ এএম, ২০ নভেম্বর ২০১৬

ভারতের কানপুরে পাটনা-ইন্দোর এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। রোববার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর টাইসম অব ইন্ডিয়ার।   

কানপুর পুলিশের মহাপরিদর্শক বলেছেন, এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। অনেক যাত্রীই গুরুতর আহত হয়েছেন।

ভারতীয় রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা বলেছেন, মেডিকেল টিম ও ঊর্ধ্বতন কর্মকর্তরা ঘটনাস্থলে গেছেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব পুলিশের মহাপরিদর্শককে ব্যক্তিগতভাবে উদ্ধার তৎপরতার দেখভাল করতে বলেছেন। রেলমন্ত্রী সুরেশ প্রভু ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

এনএফ/এনএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।