যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহবান কিম জং-উনের
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরুর প্রাক্কালে যুদ্ধের প্রস্তুতি নিশ্চিত করতে সেনাবাহিনীর প্রতি আহবান জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। সিউল-মার্কিন সামরিক মহড়াকে বিভক্ত এ উপদ্বীপে উত্তেজনা উস্কে উঠার অন্যতম উপাদান হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সোমবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় সামরিক কমিশনে (সিএমসি) এক ‘ঐতিহাসিক’ ভাষণে কিম বলেন, শত্রু পক্ষের যেকোন উস্কানিমূলক কর্মকাণ্ডের সমুচিত জবাব দিতে সেনাবাহিনীকে সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে।
উত্তর কোরিয়ার সামরিক মহড়ার পর সিএমসি’র এ বৈঠকটি হয়। কিম ব্যক্তিগতভাবে সামরিক মহড়া তত্ত্বাবধান করেন।
ওই মহড়ায় অংশ নেয়া আর্টিলারি ইউনিটের গোলাবর্ষণে দক্ষিণ কোরিয়ার ইয়নপিয়ং দ্বীপে চারজন নিহত হওয়ায় এ অঞ্চলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে কোরিয়ার সরকারি বার্তা সংস্থার খবরে বলা হয়, কোরিয়ান পিপলস আর্মিকে (কেপিএ) সার্বক্ষণিক যুদ্ধের প্রস্তুতি রাখার কথা বলেন কিম।
আরএস/পিআর