২০১৮ সালে মক্কা-মদিনায় দ্রুত গতির রেল চালু


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ১৯ নভেম্বর ২০১৬

অবশেষে সৌদিতে দ্রুত গতির রেল চালু হচ্ছে। ২০১৮ সালের মার্চ মাসেই মক্কা এবং মদীনার মধ্যে সংযোগ তৈরি করা এই রেল চালু হবে। এই প্রজেক্টের দায়িত্বে থাকা স্প্যানিশ সংস্থা শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে। খবর আরব নিউজের।

এ বছরই পবিত্র নগরী মক্কা ও মদীনাকে সংযোগকারী ওই রেল চালু হওয়ার কথা ছিল। কিন্তু এর কার্যক্রম শেষ হতে ২০১৭ সালের শেষ নাগাদ পর্যন্ত সময় লাগবে।
 
আল সৌলা সংস্থার মুখপাত্র জানিয়েছেন, এই রেলের কার্যক্রম পুরোপুরি শুরু হতে ২০১৮ সালের মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই রেলে করে প্রতিদিন ১ লাখ ৬৬ হাজার যাত্রী চলাচল করতে পারবে বলে জানানো হয়েছে।

হজের মৌসুমে যাতায়াত ব্যবস্থা আরো উন্নত করতে পবিত্র নগরী মক্কা এবং মদীনার মধ্যে এই রেল সেবা চালু করার পরিকল্পণা করা হয়। এ ধরনের প্রজেক্টের কাজে অংশ নেয়ার জন্য ২০১১ সালে ১২টি স্প্যানিশ কোম্পানি এবং ২টি সৌদি ফার্মকে পুরস্কার হিসেবে ৬ দশমিক ৭ বিলিয়ন ইউরো প্রদান করা হয়।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।