এটিএম থেকে ছড়াতে পারে মারাত্মক রোগ


প্রকাশিত: ০৪:২৩ এএম, ১৯ নভেম্বর ২০১৬

ব্যাংকে লাইনে দাঁড়িয়ে না থেকে এটিএম বুথ থেকে ঝটপট টাকা তুলে নেয়াটাই এখন সবার কাছে সুবিধাজনক। তবে এই এটিএম বুথ থেকেই মারাত্মক সব রোগ ছড়াতে পারে বলে সতর্ক করে দিয়েছেন নিউ ইর্য়ক বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ জেন কার্লটন।

তিনি বলছেন, এটিএম বুথে মেশিনে যে কিপ্যাড থাকে প্রতিদিন তা বহু মানুষ ব্যবহার করেন। আর এই কিপ্যাডে যে জীবাণু পাওয়া গেছে তা রোগবাহী।

এটিএম মেশিন ব্যবহারের সময় এই কিপ্যাড থেকে জীবাণু মানুষের হাতের আঙুলে লেগে যায়। এভাবেই ছড়িয়ে পড়ে জীবাণু।

উদাহরণ হিসেবে বলা হচ্ছে, অনেকেই দেখা যাচ্ছে অস্বাস্থ্যকরভাবে শৌচালয় ব্যবহারের পর এটিএম বুথে আসছেন, টাকা তুলছেন। ফলে তার থেকে খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে রোগের জীবাণু। সূত্র: হিন্দুস্তান টাইমস।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।