এয়ার ইন্ডিয়ার বিমানের খাবারে তেলাপোকা


প্রকাশিত: ০৮:৩০ এএম, ১৭ নভেম্বর ২০১৬

ভারতের হায়দরাবাদ প্রদেশের বিমানবন্দর থেকে এক ব্যক্তি এয়ার ইন্ডিয়ার বিমানে শিকাগো যাচ্ছিলেন। এ সময় বিমানে তাকে যে খাবার দেওয়া হয়, তার মধ্যে থেকে একটি মরা তেলাপোকা উদ্ধার করেন তিনি। পরে এ বিষয়ে বিমানবালার দৃষ্টি আকর্ষণ করে ঘটনা সম্পর্কে জানিয়ে দেন। এ ঘটনায় বেসরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া তদন্ত শুরু করেছে।

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানে যাত্রীদের খাবার পরিবেশনকারী ক্যাটারিং সংস্থাকে নোটিশ পাঠানো হয়েছে।

বিমানটি হায়দরাবাদ থেকে দিল্লি হয়ে শিকাগো যাচ্ছিল। বিমানের এক যাত্রীকে খেতে দেন বিমান সংস্থার কর্মীরা। হঠাৎ সেই ব্যক্তি আবিষ্কার করেন, খাবারের মধ্যে তেলাপোকা রয়েছে।

সেই ছবি তুলে ওই ব্যক্তি টুইটারে পোস্টও করেন। এর পরই বিমান সংস্থার পক্ষ থেকে ওই ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া হয়। এয়ার ইন্ডিয়া বিষয়টির তদন্ত করে দেখছে বলে জানিয়েছে।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।