‘সমকামীদের কারণেই ভূমিকম্প’


প্রকাশিত: ০৩:৫১ এএম, ১৭ নভেম্বর ২০১৬

ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ‘মানুষের অপরাধ’ দায়ী। এর মধ্যে সমকামিতা এবং সমলিঙ্গে বিয়ের মতো অপরাধও রয়েছে। নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার আগের দিন দেশটির মৌলবাদী ডেস্টিনি চার্চের প্রধান ব্রিয়ান টামাকি তার ভাষণে এসব কথা বলেছিলেন।

তার এই ভাষণের পরের দিনই দেশটিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সোমবারের ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশটি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশটির ক্রাইস্ট চার্চ থেকে ৯৫ কিলোমিটার দূরের সাউথ আইল্যান্ডে। এতে দুজনের মৃত্যু হয়।

zealend

এ ভূমিকম্পের পর ডেস্টিনি চার্চ নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেন টামাকির সেই বক্তৃতার ভিডিওটি, যার নিচে লেখা আছে, ‘এই ঘটনা রোববার সকালের বক্তৃতাকেই সমর্থন করে।’

তিনি ওই বক্তৃতায় আরো বলেছিলেন, ‘পৃথিবীও কথা বলতে পারে। একগুঁয়ে এবং অজ্ঞ মানুষদের জন্য প্রকৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’  

জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।