পশ্চিমা খাদ্য আমদানিতে রাশিয়ার নিষেধাজ্ঞা


প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ০৭ আগস্ট ২০১৪

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার জবাবে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। পশ্চিমা দেশগুলো থেকে রাশিয়ায় ফল, শাক-সবজি, মাংস, মাছ, দুধ ও দুগ্ধজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর বিবিসির।

দেশটির প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের দেওয়া বৃহস্পতিবারের ওই ঘোষণায় যুক্তরাষ্ট্র ও ইইউভুক্ত দেশগুলো ছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা এবং নরওয়ে থেকে খাদ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, রাশিয়া সরকার তার ভূ-সীমার উপর দিয়ে ইউক্রেনীয় এয়ারলাইন্সের বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তিনি জানান, ইইউ ও যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সের বিমান চলাচলে নিষেধাজ্ঞার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

ইউক্রেনে রাশিয়াপন্থিদের স্বাধীনতার আন্দোলন ও ক্রিমিয়া আলাদা হওয়ার পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার টানাপোড়েন শুরু হয়। এ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইইউ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

সম্প্রতি ইউক্রেনের সীমানায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের জেট বিমান ভূপাতিত হয়ে ২৯৮ জন নিহতের ঘটনায় রাশিয়ার দিকে আঙুল তুলে পশ্চিমা বিশ্ব। এ ঘটনার পর উভয়পক্ষ পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা আরোপ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।