ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লি


প্রকাশিত: ০২:৫১ এএম, ১৭ নভেম্বর ২০১৬

ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের রাজধানী নয়াদিল্লি। এছাড়া দেশটির গুরগাঁও, ফরিদাবাদ, নদীয়া এবং গাজিয়াবাদ অঞ্চলেও আজ সকালে এ ভূমিকম্প হয়।  
 
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার  ( ইউএসজিএস) রিপোর্ট অনুযায়ী রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২।

এক মিনিট স্থায়ীত্বের এ ভূমিকম্প ভোর ৪টা ৩০ মিনিটের দিকে আঘাত হানে। এতে দেশটির রাজধানী ও এর আশপাশ এলাকা কেঁপে ওঠে।  

হারিয়ানার রেওয়ারী এলাকার ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানিয়েছে ইউএসজিএস।  তবে এ ভূমিকম্পে কারোর মৃত্যুর খবর কিংবা কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।