ভারতে বন্যাকবলিত ১২ লাখ মানুষ, মৃত ৩৪


প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০৭ আগস্ট ২০১৪

প্রবল বর্ষণে বিপর্যস্ত ভারতের ওডিশা রাজ্য৷ বিপদসীমার ওপর দিয়ে বইছে রাজ্যটির মহানদী৷ অত্যধিক বৃষ্টি ও বন্যায় বৃহস্পতিবার পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷

বন্যায় তলিয়ে গেছে রাজ্যের ২৩ জেলার ১,৫৫৩ গ্রাম। বিশেষ ত্রাণ কমিশনার জানিয়েছেন, প্রায় ১২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ মাটিচাপা পড়ে এবং পানিতে ডুবে মারা গেছেন বহু মানুষ। হীরাকুঁদ বাঁধের চিফ ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ মোহান্তি জানান, বাঁধের পানিধারণ ক্ষমতা ৬৩০ফিট৷ সেখানে পানিস্তর ৬২৯ ফিট পৌঁছে গেছে৷ ৬৪টি স্লুইস গেটের মধ্যে ৫০টি দিয়ে বর্তমানে পানি ছাড়া হয়েছে৷

রাজ্যের কটক, জগৎসিংপুর, কেন্দ্রাপাড়া, খুরদা এবং পুরীর বিস্তীর্ণ অঞ্চল বন্যা কবলিত৷ এ ছাড়া বন্যার আশঙ্কায় আরও ১২ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।