ভারত সফর করবেন সরতাজ আজিজ


প্রকাশিত: ০৯:০৮ এএম, ১৬ নভেম্বর ২০১৬

আগামী মাসেই ভারত সফর করবেন নওয়াজ শরিফের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ। একটি সম্মেলনে যোগ দিতে দিল্লিতে যাওয়ার কথা রয়েছে তার। আজিজের এই ভারত সফরে দেই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আজিজ ভারতে আসার পর সরকারি স্তরের কোনো আলোচনায় বসবেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে পাকিস্তানের তরফ থেকে আজিজ যে শান্তি ফেরাতে উদ্যোগী সে কথা মনে করে দিয়েছেন তিনি।

উল্লেখ্য, উরিতে হামলার পর থেকে ভারতে পাকিস্তান সরকারের উচ্চপদস্থ কোনও কর্মকর্তা সফর করেননি।

উরি হামলার পর থেকেই দুই দেশের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে। দুই দেশই যার যার দূতাবাস থেকে কর্মীদের ফেরত পাঠাতে শুরু করেছে। ভারতে আসার কথা ঘোষণা করে আজিজ জানিয়েছেন, এখনও ভারত সরকারের সঙ্গে তার বৈঠকের বিষয়ে কোনও আলোচনা হয়নি। তাই তিনি ভারতে গেলেই যে আলোচনায় বসবেন তেমনটা নয়। তবে তখন যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে নিশ্চয়ই বৈঠকে বসা যাবে।  

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।