ভারতে নিষিদ্ধ হলো জাকির নায়েকের এনজিও


প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ১৫ নভেম্বর ২০১৬

জনপ্রিয় ইসলামি বক্তা ও পিস টিভির প্রতিষ্ঠাতা জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে (আইআরএফ) পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে ভারত সরকার।

দেশটির সংবাদ মাধ্যমগুলো জানায়, মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ‘অবৈধ সংস্থা’ হিসেবে এনজিওটি নিষিদ্ধ করা হয়েছে।

গত ১ জুলাই ঢাকার গুলশানের আর্টিসান রেস্তোরাঁয় হামলাকারী পাঁচ জঙ্গির মধ্যে রোহান ইমতিয়াজ ও নিবরাস ইসলাম গত বছর ভারতের এই বক্তার কথা উদ্ধৃত করে ফেসবুকে পোস্ট করেন।

এরপরই জাকির নায়েক বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় ইন্ধন দেয়ার অভিযোগ ওঠে। এরপর গত ১০ জুলাই বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার।

এর আগে, ৯ জুলাই ভারতে জাকির নায়েকের পিস টিভিসহ অননুমোদিত টিভি চ্যানেল বন্ধের নির্দেশনা জারি করে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।