মুরসির মৃত্যুদণ্ড বাতিল


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১৫ নভেম্বর ২০১৬

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুদণ্ড বাতিল করে পুনর্বিচারের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

২০১৩ সালের জুন মাসে দেশটির সেনা প্রধান আবদেল ফাত্তাহ সিসির সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মিসরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মুরসি।

অভ্যুত্থানকারী সেনা প্রধান আবদেল ফাত্তাহ আল সিসির সরকার তারপর থেকেই মুরসির দল মুসলিম ব্রাদারহুডের উপর কঠোর দমনাভিযান চালাচ্ছে। ওই সময় থেকে দেশটির জনপ্রিয় দল মুসলিম ব্রাদারহুডও নিষিদ্ধ অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত ব্রাদারহুডের হাজার হাজার সদস্যকে গণগ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। রোষানলে পড়েছেন দলটির নারীকর্মীরাও।

এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।