বিমানবন্দরে গ্রেফতার হলেন মমতার সফরসঙ্গী শিবাজি পাঁজা


প্রকাশিত: ০৫:৩১ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৫

পশ্চিবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঢাকা সফর শেষে কলকাতা বিমানবন্দরে পৌঁছামাত্র গ্রেফতার হয়েছেন শিল্পোদ্যোগী শিবাজি পাঁজা। শিবাজি পাঁজার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে গত বছর একটি নোটিশ জারি করেছিল দিল্লি পুলিশ। সেই নোটিশের ভিত্তিতেই বিমানবন্দরে তাঁকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, শিবাজী পাঁজাকে বিমানবন্দর থানার হেফাজতে রাখা হয়েছে। দিল্লি পুলিশের বিশেষ দল কলকাতা না পৌঁছোনো পর্যন্ত তাকে সেখানেই রাখা হবে। রোববার দিল্লি থেক স্পেশাল টিম কলকাতায় আসার কথা রয়েছে।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।