‘বউয়ের বাধ্য নন ট্রাম্প’


প্রকাশিত: ০৬:১৪ এএম, ১৫ নভেম্বর ২০১৬

৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। স্বামী হিসেবে কেমন এই নবনির্বাচিত প্রেসিডেন্ট? তার সম্পর্কে স্ত্রী মেলানিয়া ট্রাম্পের চিন্তাভাবনাই বা কী?

এমন প্রশ্নের উত্তরে সোজাসাপ্টাভাবেই মেলানিয়া বলেন, ‘স্বামী হিসেবে ট্রাম্প মোটেও বাধ্য নয়। বেশিরভাগ সময়েই কথা শুনতে চায় না। তবে একটু বকাবকি করলে ও ভুল বুঝতে পারে। তখন কথাও শোনে।’

তিনি আরো বলেন, ‘এমনও অনেকবার ঘটেছে যখন কোনো বিষয়ে সে আমার পরামর্শ শুনতে চায়নি। পরে সেই ব্যাপারে বিপদেও পড়েছে। এ রকম পরিস্থিতিতে প্রথমে হয়তো আমি রেগে যাই কিন্তু ওর পাশ থেকে সরে যাই না। একসঙ্গে আলোচনা করে ঠিক করি, কীভাবে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়।’

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময়েও একাধিকবার স্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। বিতর্কিত এই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জেতার পর থেকেই বিক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ জনগণ। তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছে।

এ ধরনের পরিস্থিতি সম্পর্কে মেলানিয়া বলেন, ‘দেশের মানুষ ভেবে-চিন্তেই ট্রাম্পকে ক্ষমতায় এনেছেন। এখন ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো মানে জনমতকে অসম্মান করা।’

নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে একাধিক নারী যৌন নির্যাতনের অভিযোগ তুলেছিল। সে সম্পর্কে মেলানিয়া বলেন, ‘মিথ্যা অভিযোগ। ও সে রকম মানুষই নয়।’

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।