প্রতি বছর ভারতে লক্ষাধিক শিশু হারিয়ে যায়
ভারতে উন্নয়নের গতিতে পিছুটান হয়ে দেখা দিয়েছে শিশু নিখোঁজের ঘটনা৷ ফি বছর বেড়ে চলেছে নিখোঁজের তালিকা৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, প্রতি বছর ভারতে নিখোঁজ হয়ে যায় এক লক্ষ শিশু৷যা রীতিমতো চিন্তায় ফেলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে৷শিশু নিখোঁজ রুখতে নড়েচড়ে বসেছে কেন্দ্র৷
পরিসংখ্যান বলছে, ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে দেশে শিশু নিখোঁজের সংখ্যা তিন লক্ষ ছাড়িয়েছে৷প্রতি আট মিনিটে একটি করে শিশু নিখোঁজহয়এই দেশে৷এই হারিয়ে যাওয়া শিশুদের ৫৫ শতাংশই কন্যা সন্তান বলে জানা গিয়েছে৷এই সব শিশুকে জোর করে ভিক্ষাবৃত্তি ও যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করা হয়৷গত সাড়ে তিন বছরে রাজ্য থেকে হারিয়ে যাওয়া শিশুদের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে মধ্যপ্রদেশ৷ এই রাজ্য থেকে হারিয়ে গিয়েছে প্রায় ১৫,০০০ শিশুকন্যা এবং ৯০০০ শিশু৷ এছাড়া দিল্লি থেকে ১৯,৯৪৮, অন্ধ্রপ্রদেশ থেকে ১৮,৫৪০ ও মহারাষ্ট্র থেকে প্রায় ১০,০০০ শিশু খোয়া গিয়েছে৷
শুধু ভারত নয় শিশু-নিখোঁজের তালিকায় রয়েছে পাকিস্তান ও চীনের মতো দেশও৷ সরকারি তথ্য অনুযায়ী, প্রতিবছর পাকিস্তান থেকে তিন হাজার ও চীন থেকে ১০ হাজার শিশু নিখোঁজ হয়ে যায়৷