মুসলমানদের হয়রানি বন্ধ করুন : ট্রাম্প


প্রকাশিত: ০৫:০৭ এএম, ১৫ নভেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রে মুসলমানসহ অন্য সংখ্যালঘুদের হয়রানি করা বন্ধ করতে নিজের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে মুসলিমবিরোধী নানা বক্তব্য দিয়ে বেশ শোরগোল ফেলেছিলেন ট্রাম্প।

প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে এ আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

সিবিএসের লেসলি স্টাহলা যখন ট্রাম্পের সামনে মুসলমানদের হয়রানির বিষয়টি তুলে ধরেন জবাবে ট্রাম্প বলেন, এটা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। এগুলো থামান। আমার বলাতে যদি কাজ হয় আমি বলবো, আমি ক্যামেরার সামনেই বলবো।  

নির্বাচনের পর তার বিরুদ্ধে যে বিক্ষোভ শুরু হয়েছে, সেটির সমালোচনাও করেছেন ট্রাম্প।    

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।