সুপারমুনে মগ্ন বিশ্ব


প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ১৪ নভেম্বর ২০১৬

১৯৪৮ সালের পর আজ পৃথিবীর সবচেয়ে কাছে এসেছিল উজ্জ্বলতম চাঁদ। এই বিরল মুহূর্তের সাক্ষী থাকলেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্বের কোটি কোটি চন্দ্রপিপাসু মানুষ।

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, সোমবার পূর্ণিমার রাতে কাছাকাছি এসেছে চাঁদ ও পৃথিবী। সৌর জগতের গ্রহ পৃথিবী ও পৃথিবীর উপগ্রহ চাঁদের গড় দূরত্ব তিন লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। আজ সেই দূরত্ব ২৭ হাজার ৮৮৯ কিলোমিটার কমে হয় তিন লাখ ৫৬ হাজার ৫১১ কিলোমিটার।

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যানুযায়ী, কোনো পূর্ণিমার দিনে পৃথিবী ও চাঁদকে এতো কাছে শেষ দেখা গিয়েছিল; প্রায় ৬৯ বছর আগে। সে সময় উভয়ের মধ্যে একটু বেশি দূরত্ব কমেছিল; ২৭ হাজার ৯৩৮ কিলোমিটার। আবার এটি দেখা যাবে ৩ হাজার ৩৪ সালে।

বিশ্বের বিভিন্ন দেশে দেখা যাওয়া সুপারমুনের ছবি...

supermoon
চন্দ্র চলে এসেছে পৃথিবীর কাছাকাছি। ফের এমন দৃশ্য দেখতে হলে দেড় যুগেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হবে চন্দ্রপিপাসুদের। তাই তো আনন্দে বুনো উল্লাস দুই চন্দ্রপ্রেমিকের।

supermoon
কাজাখস্তানের বাইকোনুরে সাবেক সোভিয়েত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির ভাস্কর্যের সামনের এই দৃশ্য ধারণ করেছেন এক চন্দ্রপ্রেমিক।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।