যুদ্ধ কেবল শুরু : ট্রাম্পকে বোকো হারাম


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৪ নভেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এ জয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। এক সতর্ক বার্তায় ট্রাম্পকে উদ্দেশ করে বলা হয়েছে, পশ্চিমের বিরুদ্ধে যুদ্ধ কেবল শুরু হয়েছে।

রোববার রাতে এক ইউটিউব বার্তায় সংগঠনটির প্রধান আবু বকর শেকাউ বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের মত মানুষের প্রতি আচ্ছন্ন হয়ে লাভ নেই। ইরাক, সিরিয়া, আফগানিস্তান এবং বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ শুরু করব আমরা।’

ঘণ্টাব্যাপী ওই বার্তায় আরো বলা হয়, ‘আমরা আমাদের বিশ্বাসের ওপর অটল থাকব। আমরা কখনো থামব না। আমাদের তরফ থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে।’

টিটিএন/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।