বেতন নেবেন না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১৪ নভেম্বর ২০১৬

নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে ৪০ লাখ ডলারের পরিবর্তে মাত্র ১ ডলার বেতন নেবেন তিনি। কোনো রকম ছুটিও নেবেন না বলে ঘোষণা দিয়েছেন এই ধনকুবের ব্যবসায়ী।
 
সেপ্টেম্বরে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প ঘোষণা করেছিলেন, প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলে রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো  বেতন নেবেন না তিনি। সেই প্রতিশ্রুতিই রাখতে চলেছেন এবার।

তার দাবি, দেশের প্রেসিডেন্ট কত টাকা বেতন পান তা তিনি জানেন না। কিন্তু আইন অনুযায়ী বেতন নেওয়া বাধ্যতামূলক বলে তিনি বেতন হিসেবে মাত্র ১ ডলার নেবেন।

সম্প্রতি ওয়াশিংটনে এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তাকে অনেক কাজ করতে হবে। মানুষ তাকে নির্বাচন করেছেন। তাই তাদের স্বার্থে তিনি কাজ করবেন। ছুটির কথা একেবারেই ভাবতে নারাজ নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।