প্রাণ নাশের আশঙ্কা নরেন্দ্র মোদির


প্রকাশিত: ০৫:০৩ এএম, ১৪ নভেম্বর ২০১৬

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য রাতারাতি ৫০০ ও ১০০০ টাকার নোট নিষিদ্ধ করার পরে নিজের জীবন সংশয়ের আশঙ্কা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তবে এও জানিয়েছেন, সব পরিস্থিতির মোকাবেলা করতে প্রস্তুত আছেন তিনি। ঘোষণা দিয়েছেন জীবন্ত পুড়িয়ে মারলেও দুর্নীতির বিরুদ্ধে লড়াই তিনি থামাবেন না।

রোববার প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে মোদি বলেন, ‘আমি জানি অনেক শক্তি আমার বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছে, তারা হয়তো আমাকে বাঁচতে দেবে না, তারা হয়তো আমাকে ধ্বংস করে দেবে, কারণ ৭০ বছর ধরে তারা যে লুঠ চালাচ্ছিল, তা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমি প্রস্তুত।’

শুধু টুইটারেই নয়, রোববার নিজের ভাষণেও তিনি একই কথা বলেছেন। এ দিন গোয়ার মোপায় একটি গ্রিনফিল্ড বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, ‘আমি জানি কাদের আমি শত্রু বানিয়ে ফেলেছি। ওরা আমাকে বাঁচতে দেবে না। আমাকে বরবাদ করে দেবে।’ কিন্তু মোদির ঘোষণা, ‘কেউ যদি আমাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টাও করে, তা হলেও আমি থামবো না।’

ভারত সরকারের তরফে বার বার বলা হচ্ছে, জাল এবং কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে ৫০০ টাকা এবং ১ হাজার টাকার নোট রাতারাতি বাতিলের সিদ্ধান্ত অত্যন্ত জরুরি ছিলো। কিন্তু দেশটির বিরোধী দলগুলো জনসাধারণের হয়রানির কথা তুলে ধরে রাস্তায় নেমেছে।

সরকার উপযুক্ত প্রস্তুতি না নিয়ে কেন এই পদক্ষেপ নিলো, বিরোধীদের পক্ষ থেকে সেই প্রশ্ন তোলা হচ্ছে। প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারকে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে। সেই সমালোচনা নস্যাৎ করতে রোববার অত্যন্ত আক্রমণাত্মক মনোভাব নিয়েই মুখ খুললেন নরেন্দ্র মোদি।

সেই সমালোচনা নস্যাৎ করতে রোববার অত্যন্ত আক্রমণাত্মক মনোভাব নিয়েই মুখ খুললেন মোদি। স্পষ্ট করেন নিজের অবস্থান। সূত্র : সংবাদ সংস্থা

এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।