আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ইউনেস্কোর


প্রকাশিত: ০৪:২১ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫

প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।

এ বছর দিনটির প্রতিপাদ্য: `মাতৃভাষার মাধ্যমে সর্বব্যাপী শিক্ষা`। ভাষা দিবস উপলক্ষে প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে ভাষা শহীদদের স্মরণে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় গভীর শ্রদ্ধায় শহীদদের স্মরণ করে আলোচকরা বলেন, ভাষার মর্যাদা রক্ষায় বাঙালি জাতি যে ত্যাগ স্বীকার করেছে তা সমগ্র পৃথিবীর ইতিহাসে তা অতুলনীয়।

আলোচনা শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করেন বাঙালি শিল্পীরা।

১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার পর থেকে প্রতি বছর নানা আয়োজনে দিনটি পালন করে আসছে ইউনেস্কো।

এদিকে প্রভাত ফেরীর পাশাপাশি শহীদ মিনারে ফুল দিয়ে ফ্রান্সসহ বিভিন্ন দেশে ভাষা দিবস পালন করছেন প্রবাসী বাংলাদেশিরা।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।