সোমালিয়ায় আল শাবাবের হামলায় নিহত ১০


প্রকাশিত: ০১:০৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫

সোমালিয়ার আল শাবাবের হামলায় জোড়া বোমা হামলার কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। শুক্রবারের রাজধানী মোগাদিসুর একটি বিলাসবহুল হোটেলে শক্তিশালী  এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি, আলজাজিরা ও রয়টার্স।

বিবিসি জানিয়েছে, সোমালিয়ার চরমপন্থী সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আল শাবাব বিধ্বংসী ওই হামলার দায় স্বীকার করেছে। নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। হামলায় আহত হয়েছেন মন্ত্রী ও আইনপ্রণেতাসহ অনেকে।

আলজাজিরা জানায়, মোগাদিসুর সেন্ট্রাল হোটেলের বাইরে জোড়া আত্মঘাতী গাড়িবোমা হামলা হয়। এরপর বন্দুকধারী কয়েক হামলাকারী হোটেলের ভেতর ঢুকে পড়ে। রয়টার্স জানায়, হামলার সময় হোটেলের মধ্যে কয়েক মন্ত্রী ও আইনপ্রণেতা ছিলেন।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।