সোমালিয়ায় আল শাবাবের হামলায় নিহত ১০
সোমালিয়ার আল শাবাবের হামলায় জোড়া বোমা হামলার কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। শুক্রবারের রাজধানী মোগাদিসুর একটি বিলাসবহুল হোটেলে শক্তিশালী এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি, আলজাজিরা ও রয়টার্স।
বিবিসি জানিয়েছে, সোমালিয়ার চরমপন্থী সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আল শাবাব বিধ্বংসী ওই হামলার দায় স্বীকার করেছে। নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। হামলায় আহত হয়েছেন মন্ত্রী ও আইনপ্রণেতাসহ অনেকে।
আলজাজিরা জানায়, মোগাদিসুর সেন্ট্রাল হোটেলের বাইরে জোড়া আত্মঘাতী গাড়িবোমা হামলা হয়। এরপর বন্দুকধারী কয়েক হামলাকারী হোটেলের ভেতর ঢুকে পড়ে। রয়টার্স জানায়, হামলার সময় হোটেলের মধ্যে কয়েক মন্ত্রী ও আইনপ্রণেতা ছিলেন।
এএইচ/পিআর