বিশ্বকাপে ব্যক্তিগত সেরা পারফরমেন্স
সারাবিশ্বই ভুগছে ক্রিকেট জ্বরে। আর এ ক্রিকেট বিশ্বকাপে দলের হয়ে যে রকম পারফরমেন্স করার একটি প্রতিযোগিতা থাকে ঠিক তেমনি থাকে ব্যক্তিগত পারফরমেন্স এর ক্ষেত্রেও। বৃহস্পতিবার জিম্বাবুয়ে ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচের পর বিশ্বকাপের ব্যক্তিগত সেরা ব্যাটিং ও বোলিং পারফরমেন্স নিম্নে তুলে ধরা হলো-
ব্যাটিং:
সবচেয়ে বেশি রান
১৩৮- ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)
১৩৫- এ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)
১১৫- জেপি ডুমিনি (দক্ষিণ আফ্রিকা)
১০৭-বিরাট কোহলি (ভারত)
১০২- লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ)
সর্বোচ্চ স্কোর:
১৩৮ অপরাজিত- ডেভিড মিলার, দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে, হ্যামিলটন, ১৫ ফেব্রুয়ারী
১৩৫-এ্যারন ফিঞ্চ, অস্ট্রেলিয়া, বনাম ইংল্যান্ড, মেলবোর্ন, ১৪ ফেব্রুয়ারী
১১৫ অপরাজিত-জেপি ডুমিনি, দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে, হ্যামিলটন, ১৪ ফেব্রুয়ারী
১০৭-বিরাট কোহলি, ভারত বনাম পাকিস্তান, এডিলেড, ফেব্রুয়ারী ১৫
বোলিং:
বেশি উইকেট-
৫-মিচেল মাশর্ (অস্ট্রেলিয়া)
৫-সোহেল খান (পাকিস্তান)
৫-স্টিভেন ফিন (ইংল্যান্ড)
৫-কোরি এন্ডারসন (নিউজিল্যান্ড)
৫-ড্যানিয়েল ভেট্টরি (নিউজিল্যান্ড)
সেরা বোলিং:
৫/৩৩- মিচেল মার্শ, অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, মেলবোনর্, ১৪ ফেব্রুয়ারি
৫/৫৫- সোহেল খান, পাকিস্তান বনাম ভারত, এডিলেড ১৫ ফেব্রুয়ারি
৫/৭১- স্টিভেন ফিন, ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, মেলবোর্ন, ১৪ ফেব্রুয়ারি
৪/৩৫- মোহাম্মদ সামি, ভারত বনাম পাকিস্তান, এডিলেড, ফেব্রুয়ারি ১৫
৩/১৮- কোরি এন্ডারসন, নিউজিল্যান্ড বনাম স্কটল্যান্ড, ডানেডিন, ১৭ ফেব্রুয়ারি
আরএস