ট্রাম্প সমর্থকদের উল্লাস, হিলারি সমর্থকদের কান্না
ইতিহাস গড়া হলো না হিলারির। শেষ মুহূর্তে জরিপের সব ফল উল্টে দিয়ে ভোটে জিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনে হিলারি জিতবেন এমনটাই আশা ছিল তার সমর্থকদের। কিন্তু তিনি হেরে যাওয়ায় তার সমর্থকরা হতাশ। ম্যানহাটনে হিলারির আয়োজিত পার্টিতে তার সমর্থকদের প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।
অপরদিকে, ট্রাম্পের এমন জয়ে তার সমর্থকদের উল্লাস করতে দেখা গেছে। নির্বাচন চলাকালীন সময়ের সেই সব বিশেষ ছবি দেখে নিন এক নজরে।
টিটিএন/পিআর